Selected Poems

ENGLISH VERSION Bilingual Anthology Photo Album Contact Dahuk Selected Poems Our Pride Building Bridges

নির্বাচিত কিছু কবিতা

হেলাল হাফিজ

কে আছেন?

দয়া করে আকাশকে একটু বলেন, -

সে সামান্য উপরে উঠুক,

আমি দাঁড়াতে পারছি না।

দিলরুবা মিজু

"চলে যাবে? যাও -

চলে যাওয়ার মধ্যে

আজকাল বেদনার চেয়ে

স্বস্তিই বেশী -!"

নির্মলেন্দু গুণ

অনন্ত বিরহ চাই,

ভালোবেসে কার্পণ্য শিখিনি।

তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও!

আমি কি ডরাই সখী, ভালোবাসা ভিখারী বিরহে?

সৈয়দ আলী আহসান-এর কাব্যগ্রন্থ "উচ্চারণ'' থেকে

অন্যায়কে বাধা দিয়ে কোনও লাভ নেই, কেন না ক্রমান্বয়ে বাধা পেয়ে অন্যায় সর্বদাই প্রবল হয়। সঙ্গত কর্মের দ্বারা অন্যায়কে অতিক্রম করতে হয়। এ ভাবেই অপশিল্পকে অগ্রাহ্য করবার উপায় হচ্ছে, মহৎ শিল্পসৃষ্টির আকাঙ্ক্ষায় অগ্রসর হওয়া। দুর্বল কাব্যকে অপ্রশংসা করে কোনও লাভ নেই--প্রশংসা-অপ্রশংসার কোনও বাণী উচ্চারণ না করে তাকে অস্বীকার করতে হবে, নির্বিরোধে যেন নিশ্চিহ্ন হবার পথে সে কোনও বাধা না পায়।

Insert Another Sub Header Here

দাউদ হায়দার

আমি তোমাকে ভালোবাসতেই পারি

তোমাকে আমার ভালো লাগবার স্বাধীনতা থাকতেই পারে--

কিন্তু তাই বলে, তুমি আমাকে দুঃখ দেবার কেউ নও!

উচ্চারন--সৈয়দ আলী আহসান

কোনো কিছুই হারায় না, কোনো কিছুই চিরকালের জন্য নিঃশেষ হয় না। নিস্তরঙ্গ শব্দহীনতাও সর্বকাল বেঁচে থাকে। সঙ্গীতের বাণী স্মরণে থাকে না কিন্তু সুরের আনন্দ নিঃশব্দকে চিরকাল সচকিত করে। যে পাখী প্রত্যুষে ডানা মেলে আকাশে উড়লো এবং যাকে কখনও ফিরিয়ে আনা যায় না, আমাদের প্রতিদিনের ঊষায় ঘুম ভেঙে তাকেই প্রত্যহ উড়ে যেতে দেখি। যে-শব্দ উচ্চারিত হয়েছিলো, যে-শব্দ উচ্চারিত হলো এবং যে-শব্দ উচ্চারিত হবে সবই যেন একই অনিঃশেষ কলকন্ঠের বন্যাধারা। 

আকাশলীনা-র পুরনো সংখ্যা

এর্নেস্তো কার্দেনাল

আমার প্রতিশোধ হবে এরকমঃ

একদিন তোমার হাতে ধরা থাকবে

বিখ্যাত এক কবির বই, এবং

তোমারই জন্যে লেখা কবিতা পড়বে তুমি

অথচ জানতেও পারবে না।

নিঃশেষিত শব্দ-মেখলায়, অন্তিমের দিকে সমান্তরাল পথ-যাত্রায়

তুমি আমার অনবরত কথা বলার আনন্দ--

শ্রুতিগ্রাহ্য মাধুর্যে তরঙ্গিত

একটির পর একটি

অনেক শব্দের পাতা।